FSS এর শর্ত


স্থাপিতঃ ৮-জুলাই-২০১৬ ইং 


F.S.S একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, আত্তনির্ভরশীল সংগঠন | এর মূল উদ্দেশ্য সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের আর্থিক প্রয়োজনীয় মুহূর্তে পাশে থাকা । 

শর্তাবলিঃ

১. মাসিক আমানত ১০০ টাকা, প্রতি মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে । না করলে পরবর্তী প্রতি মাসে ২০ টাকা জরিমানা সহ মুল টাকা পরিশোধ করতে হবে |

২ টাকা লেন-দেন সম্পূর্ণ ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হবে।

 ৩. টাকা গ্ৰহন ও পরব্ররিশোধের সময় ব্যাংকিং চার্জ সদস্য নিজ দায়ীত্বে বহন করবে ।

৪. প্রতি সদস্য প্রতি মাসে একবার সর্বাচ্চ দুই হাজার (২,০০০) টাকা উঠাতে পারবে । যে দিন টাকা উঠাবে ঐ দিন হতে পরবতী দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে । না করলে প্রতি হাজারে ২৫ টাকা জরিমানা সহ পরবর্তী মাসে অবশ্যই পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, বিলম্বে টাকা পরিশোধ করার জন্য পরবর্তী দই মাস সে কোন টাকা উত্তলন করতে পাররে না |

৫. টাকা উত্তালন করার পর ঐ টাকা পরিশোধ না করা পর্যন্ত ঐ সদশ্য কোন প্রকার টাকা উত্তলন করতে পারবে না।

৬. তিন মাসের মধ্যে যদি কোন সদশ্য টাকা উত্তলন না করে, তবে সে এক ক্রেডিট পাবে এবং প্রতি ক্রেডিট এর জন্য সে পাঁচশত (৫০০) টাকা বেশি উত্তলন করতে পারবে ।

৭. F.S.S এর মেয়াদ আট (৮) বছর ।

৮. কোন সদশ্য এই আট বছরের মধ্যে যদি সদস্যপদ বাতিল করতে চায়। তবে লিখিত দরখাস্তের মাধ্যমে অন্যান্য সদস্যদের সন্মতিক্রমে সদস্যপদ বাতিল করতে পারবে । সেক্ষেত্রে চার (৪) বছরের পূর্বে যদি সদস্যপদ বাতিল করে তাহলে F.S.S তাকে কোন টাকা দিতে বাধ্য থাকবে না । তবে চার (৪) বছর পূর্ণ হলে সম্পূর্ণ মেয়াদ (৮ বছর) শেষে তাকে তার মোট আমানতের ৫০%, ফেরত দেওয়া হবে।

(বিঃ দ্রঃ সদস্যদের সন্মতিক্রমে যে কোন প্রকার সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন করা যাবে । )